Header Ads

Header ADS
Welcome to Visit My Blog Site of HMS It Consultancy and Training (HMSITCT) from Beginner to Advanced Level, Thank You So Much for Watching..

Course Policy and Nitimala

 

HMS IT Consultancy & Training (HMSITCT)


আমরা শিক্ষানবিস থেকে পরিণত স্তর পর্যন্ত আইটি পরামর্শ এবং প্রশিক্ষণ দেই।

 ....................................................................

We do IT Consultancy, Computer Training, Internet Services, Website Design & Development, SEO, Freelancing, Affiliate-CPA-Social Marketing, YouTubeing, Computer Sells.

 

এইচ এম শহীদুল ইসলাম

(ট্রেইনার/প্রশিক্ষক)

মোবাইল নং +৮৮ ০১৭১২ ১০০ ৩৩২

এইচ এম এস আইটি কনসালটেন্সি এন্ড ট্রেনিং

 .....................................................................


HMS IT Consultancy & Training (HMSITCT)

আমরা শিক্ষানবিস থেকে পরিণত স্তর পর্যন্ত আইটি পরামর্শ এবং প্রশিক্ষণ দেই।

 ....................................................................


 বিসমিল্লাহির রাহমানির রাহিম’’


কোর্স মডিউল এবং নীতিমালা ঃ-



এইচ এম শহীদুল ইসলাম

(ট্রেইনার/প্রশিক্ষক)

মোবাইল নং +৮৮ ০১৭১২ ১০০ ৩৩২

এইচ এম এস আইটি কনসালটেন্সি এন্ড ট্রেনিং

..................................................................


কোর্স মডিউল এবং নীতিমালা ঃ-


নং

বিবরণ

মন্তব্য

üমেয়াদ    ঃ- প্রতিটা কোর্সের মেয়াদ আলাদা-আলাদা নির্ধারণ করা হইয়াছে।

 

ü  প্রতিদিন ক্লাস ১.৩০ মিনিট করে সপ্তাহে মোট ৩ দিন ক্লাস (শনি-সোমবার)।

ü ০ মিনিট পানি-পানের বিরতি।

ü  প্রক্ষিণার্থীদের নির্ধারিত অফলাইন ব্যাচের সময়সূচি

ü  সকালের ব্যাচ ০৮:০০ থেকে ১০:০০ ঘটিকা পর্যন্তÍ

ü  বিকালের ব্যাচ ০৩:০০ থেকে ০৫:০০ ঘটিকা পর্যন্ত

 

 

 

 

ü রাতে হোম ওয়ার্ক/প্রাকটিস করে হোম ওয়ার্ক জমা দিতে হইবে।

ü  প্রক্ষিণার্থীদের নির্ধারিত অনলাইন ব্যাচের সময়সূচি

ü  সন্ধাকালীন ব্যাচ ০৬:৩০ - ০৮:৩০ ঘটিকা পর্যন্ত

ü  রাত্রিকালীন ব্যাচ ১০:৩০ - ১২:৩০ ঘটিকা পর্যন্ত

 

ü  কমপক্ষে ২ মাসের কোর্স করার পরে সফলতার সনদ প্রদান করা হইবে।

ü১ মাসের একটি কোর্সের জন্য কোন সনদ দেওয়া হয় না।

 

ü  বিঃদ্রঃ অনলাইন ও অফ-লাইনে প্রশিক্ষণের জন্য ডেস্কটপ কম্পিউটার/ ল্যাপটপ ও নেট কানেকশন থাকা বাধ্যতামূলক।

৬.১ বেসিক/ Basic কোর্সের প্রশিক্ষণার্থীগণ অফলাইনে ডেস্কটপ ব্যবহার করতে পারবেন। তবে অনলাইনে রাতে হোম ওয়ার্ক/প্রাকটিসের জন্য নিজের কম্পিউটার থাকতে হবে।

৬.২ Advance কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য অফলাইনে কম্পিউটার নিয়ে আসতে হইবে।

৬.৩

·  আয়-Income উপযোগী কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য অফলাইনে কম্পিউটার নিয়ে আসতে হইবে।

Ø ভর্তি হওয়ার জন্য ফরম পূরণের সাথে সংযুক্ত করিতে হইবে;

·       ১ কপি পাসপোর্ট সাইজের ছবি,

·    জাতীয় পরিচয় পত্র,

·     অন্যথায় জন্ম সনদ এর ফটোকপি জমা দিতে হইবে।

Ø  কোর্স ফি ঃ- প্রতিটা কোর্সের ফি আলাদা-আলাদা নির্ধারণ করা হইয়াছে।

Ø  ভর্তি ফি Free

১০

ü  মাসিক বেতন হিসাবে কোর্স ফি প্রদান করিতে হইবে। (উল্লেখ থাকে যে;

ü ১ মাসের কোর্সের জন্য মাসিক বেতন ভর্তি ফরম পূরণের সাথে-সাথে পরিশোধ করে রশিদ বুঝিয়া নিতে হইবে।

ü  অপরদিকে ২,৩,৪,৬ মাসের কোর্সের জন্য কোর্স ফি হইতে ৫০% পরিশোধ করে রশিদ বুঝিয়া নিতে হইবে, অবশিষ্ট টাকা মাসিক বেতন হিসাবে পরিশোধ করিতে হইবে)।

১১

Ø আগ্রহী কোর্সে প্রশিক্ষণের জন্য অফলাইনে ভর্তি/নিবন্ধন বা রেজিষ্ট্রেশন করিতে চাহিলে ফরম পুরণ করিতে হইবে।

Ø আগ্রহী কোর্সে প্রশিক্ষণের জন্য অনলাইনে ভর্তি/নিবন্ধন বা রেজিষ্ট্রেশন করিতে পারিবেন। এক্ষেত্রে ফি পরিশোধের জন্য বিকাশ ও রকেটের মাধ্যমে পরিশোধ করিতে পারিবেন।   

১২

Ø প্রতিটা কোর্সের জন্য মডিউল মোতাবেক বা ক্লাস ওয়ার্ক নিজের মত করে নোট সীটে লিখে নিতে হইবে।

১৩

·       নাস্তার কোন ব্যবস্থা নাই, যাতায়াত খরচের দেওয়া হয় না।

১৪

·   খাতা, কলম ও কম্পিউটার/ল্যাপটপ নিয়ে আসতে হইবে। বেসিক প্রশিক্ষণার্থী জন্য অফলাইনে প্রাকটিস করার সুযোগ থাকবে।

১৫

·    একজন একাধিক কোর্স করিতে পারিবেন।

১৬

·    সনদের জন্য কোন ফি নেওয়া হয় না।

·    (প্রশিক্ষণ শেষে ০৭ দিনের মধ্যে সনদ দিতে ও নিতে হইবে)।

১৭

·    ১০ থেকে ৪৫ বছরের বাংলাদেশী যে কোন নাগরিক প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন।

১৮

·    শিশু ও মহিলাদের কোন ব্যাচের চালু করা হয় নাই।

· আইটি বা কম্পিউটার ক্রয়-বিক্রয় ও সার্ভিসিং এর যে কোন বিষয়ে কনসালটেন্সি নিতে চাইলে, ফি ও খরচাদি আলোচনা সাপেক্ষ্য ফায়সালা করতে হইবে। 


তাং------------------------




এইচ এম শহীদুল ইসলাম

(ট্রেইনার/প্রশিক্ষক)

মোবাইল নং +৮৮ ০১৭১২ ১০০ ৩৩২

এইচ এম এস আইটি কনসালটেন্সি এন্ড ট্রেনিং




No comments

Theme images by diane555. Powered by Blogger.